ঈদ উদযাপন করছেন মাদারীপুরে ৪০ হাজার মানুষ

প্রকাশ : ২৫ জুন ২০১৭, ১৩:৩৬

সাহস ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৫০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। ওই বাসিন্দারা হজরত সুরেশ্বরী (র.)-এর ভক্ত ও অনুসারী।

সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পীর বলেন, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির হিসাব ও সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ রবিবার (২৫ জুন) ওই সব দেশে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। এর সঙ্গে মিল রেখে তারাও ঈদ উদযাপন করছেন।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, কাতলা, তাল্লুক, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর, কয়ারিয়াসহ অর্ধশতাধিক গ্রামের প্রায় ৪০ হাজার বাসিন্দা ঈদ উদযাপন করছেন।

সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত জানশরিফ শাহ সুরেশ্বরী (ব.)-এর অনুসারীরা ১৪৬ বছর ধরে এভাবে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন, ঈদুল ফিতর ও আজহা পালন করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত