রামগতিতে সনাতনী ধর্ম সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১৬:৫১

রামগতি প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পূর্ব মেহার গীতা সংঘের ১০ বছর পদার্পন উপলক্ষে এক ধর্ম সভার আয়োজন করা হয়েছে।

উপজেলার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়। পূর্ব মেহার গীতা সংঘ আয়োজিত উক্ত ধর্ম সভায় প্রধান অতিথি ছিলেন শিবু মজুমদার ও বিশেষ অতিথি ছিলেন প্রভাষক শংকর মজুমদার, সাংবাদিক মিসু সাহা নিক্কন।

ডা: সুরেশ সাহা’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক পরিতোষ সাহা’র সঞ্চালনায় এসময় বক্তব্য দেন-পূর্ব মেহার গীতা সংঘের সদস্য লিংকন সাহা, জয় সাহা, স্বাধীন সাহা, বলরাম সাহা, মরন সাহা, আপন সাহা, শ্রীকৃষ্ণ সাহা, পিন্টু সাহা, বিপ্লব সাহাসহ প্রমুখ।    

সভায় সনাতন ধর্মের ধর্মীয় বিষয়ে আলোচনা করা হয় এবং পূর্ব মেহার গীতা সংঘের সুন্দর আগামীর প্রত্যাশা কামনা করা  হয়। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও প্রসাদ বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, পূর্ব মেহার গীতা সংঘটি বিগত ১০ বছর ধরে প্রতি সাপ্তাহে একদিন করে সমাজের সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোরদের পবিত্র শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা দিয়ে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত