ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১২:৪৭

সাহস ডেস্ক

আল্লাহু আকবর অঅর বিভিন্ন জিকিরের ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগপারের বিশ্ব ইজতেমা ময়দান।

শনিবার (১৪ জানুয়ারি) ইজতেমার দ্বিতীয় দিন লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান চলছে। 

দুদিন ধরে ইজতেমা মাঠে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে মগ্ন রয়েছেন লাখ লাখ দেশি-বিদেশি মুসল্লি। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর বয়ান অনুষ্ঠিত হয়।

৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন। কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বয়ান, তাশকিল, তাসবিহ -তাহলিলে সময় কাটাচ্ছেন। তবে তীব্র শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মুসল্লিদের প্যান্ডেলের বাইরে যেতে দেখা যায়নি।

ইজতেমা ময়দানে শুক্রবার রাতে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রথম পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

ইজতেমার মুরব্বি সূত্র জানায়, শনিবার দ্বিতীয় দিনে হেদায়েত ও তাশকিলের বয়ান হবে। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। আগামী ২০ জানুয়ারি ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। দ্বিতীয় পর্বে যোগ দেবেন দেশের ১৬টি জেলার মুসল্লিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত