‘ভিসি মহাশয়ের কাছে একটা শর্ট কোর্স করবো’

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৭, ১২:৩৪

শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি বলেছেন- "প্রশ্ন ফাঁস হয়েছে পরীক্ষার পর!"

আচ্ছা, আমরা যারা পরীক্ষার আগেই পত্র-পত্রিকা'সহ নানান মাধ্যমে প্রশ্ন গুলো দেখতে পেলাম, তারা কি এলিয়েন? আমরা কি ভিন গ্রহ থেকে এসছি?

অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলে কথা! তিনি যেহেতু বলেছেন- তখন আমরা নিশ্চয় এলিয়েন টাইপ কিছুই হবো হয়তো!

আমি ঠিক করেছি মাননীয় ভিসি মহাশয়ের কাছে একটা শর্ট কোর্স করবো।

তিনি যেহেতু প্রশ্ন ফাঁস বিষয়ে এক্সপার্ট, তাই তার কাছ থেকে- প্রশ্ন ফাঁস কাকে বলে, ইহা কতো প্রকার ও কি কি; এই বিষয়ে যাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, তারা সবাই মাননীয় ভিসি মহাশয়ের কাছে শর্ট কোর্সের জন্য আবেদন করতেই পারেন! স্পেশালিষ্ট বলে কথা! তিনি নিশ্চয় আমাদের এই বিষয়ে অনেক জ্ঞান দিতে পারবেন!

প্রশ্ন ফাঁস হওয়া মোটেই ভালো কিছু না। কিন্তু এরপরও প্রশ্ন ফাঁস হতেই পারে। প্রশ্ন ফাঁস হওয়াটা যত বড় অপরাধ, আমি মনে করি এর চাইতে অনেক বড় অপরাধ হচ্ছে প্রশ্ন ফাঁস হওয়ার পর সেটা অস্বীকার করা।

অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক'গণ কি চমৎকার ভাবেই না সেটা করে যাচ্ছেন! এদের আসলে বাহবাহ না দিয়ে কোন উপায় নেই।

জ্ঞান-বিজ্ঞানের চর্চা করে কিছু আবিষ্কার করতে না পারুক, কোন একটা বিষয়ে স্পেশালিষ্ট হতে না পারুক; অন্তত "প্রশ্ন ফাঁস" বিষয়ে তো ইনারা এক্সপার্ট, এইবা কম কিসের!

আমিনুল ইসলামের ফেসবুক থেকে নেওয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত