শাবিপ্রবিতে ‘বর্জ্য পানি ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার

প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১৯:৩০

সাহস ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিশ্ব পানি দিবস উপলক্ষে 'বর্জ্য পানি ব্যবস্থাপনা' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পুর প্রকৌশল ও পরিবেশবিদ্যা বিভাগ ও বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

২০ মার্চ (সোমবার) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘সি’ এর ৩১২ নং কক্ষে সেমিনারের কার্যক্রম শুরু হয়।

সেমিনারে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।

উপাচার্য বলেন, শিল্পায়নের ফলে সারাবিশ্বে প্রাকৃতিক পরিবেশ ব্যাপক ক্ষতির মুখে। এক্ষেত্রে জনগণের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন উপাচার্য।

এ সময় বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের সহ-সভাপতি এইচ এস মোজাদ্দাদ, সহযোগী অধ্যাপক মিসবাহ উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত