আজকের রাশিফল

প্রকাশ : ১৪ মার্চ ২০১৮, ১৪:৪৬

সাহস ডেস্ক

আজ ১৪ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং—ফিরোজা, আকাশি, বেগুনি। শুভ রত্ন—অ্যামিথিস্ট, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব—আইনস্টাইন, অভিনেতা মাইকেল কেইন, রাজনীতিক জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
 
মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯): আজ পরিবারের সদস্যদের মধ্যে ভীতু আর চিন্তার কঠিন রসায়ন কাজ করবে। ফলে তাদের উত্তেজনাপূর্ণ কোনো আচরণে আপনি মোটেও বিষ্মিত হবেন না। ভালোবাসার মানুষটি কিছু একটা বোঝানো নিয়ে যতো বেশি উদগ্রীব হচ্ছে আপনি ততই এড়িয়ে যাচ্ছেন। এর ধাক্কা খেতে হবে অচিরেই। আজ স্বস্তি ফিরে পাবেন বিনিয়োগে প্রাপ্ত লাভ থেকে। দূর যাত্রা হাতছানি দিচ্ছে, সাড়া দিতে হতে পারে।

বৃষ (এপ্রিল ২১- মে ২১): ভেঙে যাওয়া সম্পর্কের জোড়া লাগার সম্ভাবনা অনেকটাই। যৌথ বিনিয়োগে সাবধানতা আবশ্যক। পেছনে লেগে যাওয়া ফেউ তাড়াতে দেরি করবেন না। আজ মুনী-ঋষি শ্রেণির কারো সঙ্গে পরিচয় মিলবে দিনের প্রথম ভাগে। ভালোলাগার জায়গায় বেড়াতে যাবেন পছন্দের মানুষটির সঙ্গে। বন্ধুদের কারো পাতা ফাঁদ টের পেতে চোখকান খোলা রাখতে হবে।
 
মিথুন (মে ২২- জুন ২১): নাড়ীর টানে ছুটে যেতে ইচ্ছে করছে কর্মস্থল ছেড়ে। দিনের প্রতিটি মুহূর্ত কাটবে প্রচণ্ড উত্তেজনায়। অর্থযোগ শুভ। আজকের দিনে একটা মজার ব্যাপার টের পাবেন, তা হল- যে পকেটের টাকা কিছুদিন যাবৎ খরচ করছেন তা কেন যেন ফুরাতে চাইছে না। প্রিয় মানুষটি অযথায় রাগ করবে। পরক্ষণেই ঝিলের পানির মতো স্থির হয়ে যাবে প্রিয়মানুষের মন।
 
কর্কট (জুন ২২- জুলাই ২২): কাছের কোনো বন্ধু ইদানিং অযথায় প্রেমের প্রলাপ শোনাতে চাইছে। অথচ এসব কথা শুনতে আপনার মন চাইবে না একদমই। কানের মধ্যে এয়ারফোন দিয়ে কথা বলতে পারেন বন্ধুর সঙ্গে, যাতে অনাকাঙ্ক্ষিত অনেক কথা এড়িয়ে যাওয়া যায়। জমি সংক্রন্ত জটিলতা গেলেও আত্মীয়ের মধ্যে নানা রাজনীতিতে জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থভাগ্য মৃদুমন্দ বটে।
 
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২৩): ভালোলাগা ভালোবাসা এক নয়, কথাটির সত্যতা টের পাবেন নিজের পছন্দকে বিশ্লেষণ করতে গিয়ে। উর্ধ্বতনের অবহেলায় পদন্নোতি আটকে থাকার মতো অস্বস্তি কাজ করবে। আজ বিশেষ কোনো খাবারে টান অনুভব করবেন, যা আগে কখনো করেননি। প্রশংসা জুটে যাবে সামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে।
 
কন্যা (আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩): আপনার মনের খবর আজকাল যে বেশি রাখা শুরু করেছে তার লাজুক মুখটি দেখে সকালের শুরু হবে। দিনের মধ্যভাগে বড় কোনো প্রজেক্টের দায়িত্ব এসে জুটবে। বিদেশে লেখাপড়া করার জন্য যারা চেষ্টা চালাচ্ছিলেন তাদের কেউ সফলতা পাবেন। অনাকাঙ্ক্ষিতভাবে রাজনৈতিক চাপ আসতে পারে।
 
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): ভালোবাসা আজ মনের ঘরের ঘুলঘুলিতে বাসা বাধবে। আজ নিজের ওপর কেন জানি আস্থা হারানোর মতো দুর্বলতা অনুভব করবেন। বানিজ্যে মনোযোগ আবশ্যক। পরিবারের কারো রোগ মুক্তিতে মনে আনন্দের সঞ্চার হবে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে হঠাৎ করেই মাথায় ভুত চাপতে পারে।
 
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): আজ কান খুঁজে পেতে দেরি হবে ভীষণভাবে। সামনে রাখা জিনিস আপনাকে দেখে দাঁত বের করে হাসবে, আপনি মরবেন খুঁজে। প্রেমযোগ নিশ্চিত। অর্থবিভ্রাট ঘটতে পারে। আলেয়ার আলোয় আজ পথ দেখতে চাইলে ভুল করবেন বড় রকমের।
 
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): সবখানে বিরাজমান অস্থিরতা আজ একখানে গিয়ে ঠেকবে। আজ কিছুটা শারীরিক দূর্বলতা টের পাবেন। অর্থ আসি আসি করছে। বেকারদের কারো চাকরি প্রাপ্তি ঘটবে। পাওনা টাকা ফেরত পাওয়ার আনন্দ কাজ করলেও খুব বেশি স্বস্তি মিলবে না।
 
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): অনেক কিছুই পাননি তাই বলে কষ্টকে পাত্তা দেয়া মানুষ আপনি নন। আজ হঠাৎ সামান্য একটি জিনিসের খোয়া যাওয়া মেনে নিতে খুব কষ্ট হবে। দিনের শেষভাগে বন্ধুদের সঙ্গে দেয়া আড্ডাটা জমবে বেশ। কর্মক্ষেত্রের জটিলতা কেটে যাবে।
 
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): নতুন ব্যবসা মনোযোগ আশা করছে আপনার কাছ থেকে। কাছের বন্ধুদের কেউ ফাঁদে ফেলতে পারে। পুরনো প্রেমের কথা মনে করে স্মৃতিকাতর হতে ভালো লাগবে, তবে তা কোনো কাজে আসবে না। অর্থব্যয়ের সম্ভাবনা।
 
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): চাকরিতে বিশেষ কোনো পরিবর্তন ঘটতে পারে। পরিবর্তনের সঙ্গেই থাকুন। বাড়িতে হঠাৎ করে বন্ধুদের সমাগম হতে পারে। অনেকদিনের পুরনো কোনো বন্ধুর আগমনে পরিবারে শান্তি ফিরে আসবে। তবে আজ বাড়ির বাইরে যাওয়ার সময় সতর্কতা বজায় রাখুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত