অভিজ্ঞতা ছাড়াই গ্রামীণফোনে চাকরি

প্রকাশ : ২৬ জুলাই ২০১৬, ১৩:৫৫

সাহস ডেস্ক

টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে চাকরিতে শিক্ষাগত যোগ্যতা ও কর্ম-অভিজ্ঞতা একটু বেশিই চাওয়া হয়। ফলে যাঁরা নতুন কর্মজীবনে পা রাখতে চলেছেন, তাঁরা অভিজ্ঞতার অভাবে হতাশ হন বারবার। এই অনভিজ্ঞ প্রার্থীদের জন্য আশার খবর নিয়ে এলো গ্রামীণফোন। সম্প্রতি ‘ট্রেইনি অ্যাপ্রেনটিসশিপ প্রোগ্রাম টেলিসেল’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। পদটিতে লাগবে না কোনো অভিজ্ঞতা। দেখে নিন পদটি সম্পর্কে বিস্তারিত :

যোগ্যতা

যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। তবে প্রার্থীদের সেলস, কাস্টমার সার্ভিস এবং টেলিসেলসে অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের ইংরেজি ও বাংলা যোগাযোগে দক্ষ এবং কম্পিউটার, অফিস অ্যাপ্লিকেশন ও আইসিটি সলিউশনে পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই, ২০১৬।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত