১২ মার্চ: ইতিহাসের এই দিনে

প্রকাশ | ১২ মার্চ ২০১৮, ১৭:৪৮

অনলাইন ডেস্ক

১২ মার্চ ২০১৮, সোমবার। ২৮ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭১ তম (অধিবর্ষে ৭২ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৩৬৫ - ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৭৯৯ - অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৯৪ - যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়।
১৯০৪ - যুক্তরাজ্যে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়।
১৯৩০ - ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬৯ - সুপারসনিক যাত্রীবাহী প্লেন কনকর্ড প্রথম আকাশে ওড়ে।
১৯৭২ - ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

জন্ম
১৪৭৯ - সম্রাট গিওলিয়ানি, ফ্লোরেন্সের সম্রাট।
১৬৮৫ - জর্জ বার্কলি, আইরিশ বিজ্ঞানী।
১৮৮৪ - অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী।
১৯১১ - আবু জাফর শামসুদ্দীন, বাংলাদেশি কথাসাহিত্যিক ও সাংবাদিক। 
১৯২৮ - ফজলে লোহানী, বাংলাদেশের টিভিব্যক্তিত্ব।
১৯৩৫ - রেহমান সোবহান, বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক। তিনি গবেষণা সংস্থা ‘সিপিডি’র সভাপতি।
১৯৩৬ - আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, কবি এবং লেখক।

মৃত্যু
১২৮৯ - দ্বিতীয় দিমিত্রি, জর্জিয়ার রাজা।
১৯৩৭ - ক্রিস্টোফার কডওয়েল, ব্রিটিশ সাহিত্যিক।
১৯৬০ - ক্ষিতিমোহন সেন, পণ্ডিত ও প্রাবন্ধিক।
১৯৮৮ - সমরেশ বসু, কথাশিল্পী। 
২০০৩ - হাওয়ার্ড ফাস্ট, বিশ্বখ্যাত ঔপন্যাসিক, স্পার্টাকাসের লেখক।