১৪ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৭, ১২:৪২

সাহস ডেস্ক
আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী নেতা ডি ভ্যালেরা

১৪ অক্টোবর, ২০১৭, শনিবার। ২৯ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮৭তম (অধিবর্ষে ২৮৮তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮০৬ - ফ্রান্স ও প্রুশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।
১৮৮২ - পাকিস্তানের লাহোরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি পাকিস্তানের সবচেয়ে পুরানো বিশ্ববিদ্যালয়।
১৯২৬ - অ্যালেন আলেকজান্ডার মিলনী রচিত জনপ্রিয় শিশুতোষ বই উইননি-দি-পু প্রথম প্রকাশিত হয়।
১৯৩৩ - লিগ অব নেশন্স ত্যাগ করে জার্মানি।
১৯৫৬ - বাবাসাহেব আম্বেদকর তার ৩,৮৫,০০০ অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
১৯৫৬ - পূর্ববাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।
১৯৮৬ - আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার শুরু হয়।

জন্ম
১৮৪০ - বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্রি পিসারিয়েভে।
১৮৮২ - আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী নেতা ডি ভ্যালেরা।
১৮৯০ - ডোয়াইট ডি আইজেনহাওয়ার, যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতি।
১৯২৭ - রজার মুর, জেমস বন্ড খ্যাত ব্রিটিশ অভিনেতা।
১৯৭১ - অ্যান্ডি কোল, ব্রিটিশ ফুটবলার।
১৯৮১ - গৌতম গম্ভীর, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৮ - গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
১৯৯১ - জান্নাতুল ফেরদৌস পিয়া, বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী, মিস বাংলাদেশ শিরোপাধারী।

মৃত্যু
১৯৪৩ - জিমি ম্যাথুজ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮৩ - অজিতেশ বন্দোপাধ্যায়, ভারতীয় বাঙালি নাট্যকার এবং অভিনেতা।
১৯৯৯ - তানজানিয়ার জাতির জনক জুলিয়াস নায়ার।

ছুটি ও অন্যান্য
বিশ্ব মান দিবস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত