৫ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৭, ১২:১২

সাহস ডেস্ক

০৫ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার। ২০ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৮ তম (অধিবর্ষে ২৭৯ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৮৯ - ফরাসি বিপ্লবের সূচনা।
১৭৯৬ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা।
১৯১১ - পর্তুগালের রাজা মনোয়েলের ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে।
১৯১০ - তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা ।
১৯১৪ - জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু।
১৯৮৯ - কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফতিমা বিবি ভারত সুপিমকোর্টের প্রথম নারী বিচারপতি মনোনীত।
১৯৯০ - একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।

জন্ম
১৮২৯ - চেস্টার এ. আর্থার, মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
১৯৩৬ - ভাকল্যাভ হ্যাভেল, চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, নাট্য নির্মাতা ও কবি।
১৯৪৯ - পিটার এক্‌রয়েড, যুক্তরাজ্যের একজন ঔপন্যাসিক, কবি ও জীবনীকার।

মৃত্যু
১৮০৫ - ব্রিটিশ ভারতের গভর্ণর লর্ড কর্নওয়ালিস।
১৯৭৪ - আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।
২০০৪ - মরিস উইলকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবন-পদার্থবিজ্ঞানী।
২০১১ - স্টিভ জবস, অ্যাপল ইন কর্পোরেশনের স্থাপক ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত