বিরল রোগে আক্রান্ত লিখনের পাশে সেতুমন্ত্রী

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৭, ১৭:২১

সাহস ডেস্ক

বিরল রোগে আক্রান্ত শিশু লাবিদ আল লিখনের চিকিৎসায় এগিয়ে এলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আট বছরের এই শিশুটির হাড় অপরিণত ও নরম। বসা অবস্থা থেকে হেলে পড়লেও হাড় ভেঙ্গে যায়। এ বয়সেই ৩২ বার ভেঙ্গেছে শিশুটির হাত-পায়ের হাড়।

আজ রবিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অস্টিও জেনেসিস ইম্পারফেক্টা নামে রোগে আক্রান্ত দরিদ্র পরিবারের শিশুটিকে দেখতে যান মন্ত্রী।

সেতুমন্ত্রী তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার দায়িত্ব নেন।

দরিদ্র পিতার পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন বলে খবর প্রকাশিত হওয়ায় মন্ত্রী এগিয়ে এলেন। দায়িত্বগ্রহণ করেন তার চিকিৎসার। প্রাথমিক পর্যায়ে নিজের ঐচ্ছিক তহবিল থেকে প্রথম অপারেশনের ৫০ হাজার টাকা তুলে দেন লিখনের বাবা-মায়ের হাতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে লিখনের। এ সপ্তাহে শিশুটির দু’পায়ে অস্ত্রোপচার করে টেলিস্কোপিক নেইল বসানো হবে। কয়েকটি ধাপে অস্ত্রোপচার করা হবে।

সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত