শিবগঞ্জে বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৭, ১১:৫৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ঔষধ প্রশাসনের উদ্যোগে শিবগঞ্জ শহরের ডাকবাংলোর সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ পৌর ঔষধ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক ওলিউল্লাহ, কোষাধ্যক্ষ কামরুল হাসান, সদস্য রমজান আলী, আবদুর রহিমসহ সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল ইসলাম।

সভায় বক্তরা বলেন, অ্যান্টিবায়োটিক ঔষধ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এর বিক্রি ও ব্যবহার ঠিক নয়। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক গ্রহণ দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা নষ্ট করে। এন্টিবায়োটিক ব্যবহারে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর উপর জোর দেন বক্তরা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত