চুয়াডাঙ্গায় ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ৭৬ শিশু

প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৭, ১৮:৫৮

শামসুজ্জোহা পলাশ

চুয়াডাঙ্গায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। গত তিন দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে ৭৬ জন শিশু রোগী। এছাড়া বহির্বিভাগেও প্রতিদিন চিকিৎসা নিচ্ছে শতাধিক রোগী।

৩ নভেম্বর (শুক্রবার) রাত পর্যন্ত নিউমোনিয়া আক্রান্ত ২৯ এবং ডায়রিয়া আক্রান্ত ৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক এবং নার্সদের।

শীত মৌসুমের শুরুতেই হঠাৎ আবহাওয়া পরিবর্তনের ফলে গত কয়েক দিনে চুয়াডাঙ্গায় নিউমোনিয়া, সর্দিকাশি, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়েছে শত শত শিশু।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত তিন দিনে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬ শিশু। তাদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ৬৫ শিশু এবং ডায়রিয়ায় আক্রান্ত ১১ শিশু। শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার কয়েক গুন বেশি রোগী থাকায় অসুস্থ্য শিশুদের হাসপাতালের মেঝেতে থেকেই সেবা নিতে হচ্ছে।

শিশু রোগীদের স্বজনরা জানান, হাসপাতালে এসে বেড পাইনি। ঠান্ডায় ছোট ছেলে মেয়েকে নিয়ে মেঝেতেই শুয়ে আছি। বেশি ঠাসাঠাসিতে অনেক কষ্ট হচ্ছে। নার্সরা ঠিকমতো আসছে না। এছাড়া ওষুধ ঠিকমতো দিচ্ছে না।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শামিম করিব জানান, গত তিন দিনে শীতজনিত রোগে ৭৬ শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু গতকালই ৩ নভেম্বর (শুক্রবার) ভর্তি হয়েছে ৩০ জনেরও বেশি শিশু। তাদের মধ্যে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বেশি।

সাহস২৪.কম/খান/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত