‘কিছুদিনের মধ্যেই মুক্তামনি বাড়ি ফিরে যাবে’

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৩

সাহস ডেস্ক

কিছুদিনের মধ্যেই মুক্তামনি পরিবারের সদস্যদের সাথে বাড়ি ফিরে যাবে। সে এখন অনেক ভাল আছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তামনিকে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। কিছুদিনের মধ্যেই সে পরিবারের সদস্যদের সাথে বাড়ি ফিরে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সীমিত সম্পদের মধ্যেও আমাদের চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছে। তরুণ ও প্রবীণ অভিজ্ঞ চিকিৎসকেরা তাদের মেধার পরিচয় দিচ্ছেন। তোফা-তহুরার অপারেশনসহ নানা জটিল চিকিৎসায় তারা সফল হয়েছেন।’

রাজধানীর চানখাঁরপুলে শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইনস্টিটিউট নির্মাণ কাজ শেষ হলে দেশবাসী আরো ভালো চিকিৎসাসেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় তিনি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীলতার জন্যই চিকিৎসকরা উৎসাহ পেয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, বিদেশের চেয়ে বাংলাদেশে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা হয়। চিকিৎসকদের আরো সুযোগ সুবিধা নিশ্চিত করলে তারা ভাল মানের সেবা সুনিশ্চিত করবে।

সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের শিশু কন্যা মুক্তামনি বিরল রোগে আক্রান্ত হয়ে ডান হাত ফুলে বিকট আকার ধারণ করে। দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার সকল দায়িত্ব নেন।

মুক্তামনির চিকিৎসায় ১৪ সদস্যের টিম গঠন করা হয়। এ টিমের মধ্যে প্রফেসর এম.এ খান, প্রফেসর মোজাফ্ফর হোসেন, প্রফেসর আবুল কালাম আজাদের মতো চিকিৎসক রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত