ডায়রিয়ায় শিশু মৃত্যু একতৃতীয়াংশ কমেছে

প্রকাশ : ০২ জুন ২০১৭, ১৫:৪৫

সাহস ডেস্ক

২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ডায়রিয়ায় শিশু মৃত্যুর হার একতৃতীয়াংশ কমেছে বলে নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষণা তথ্য, বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং স্যানিটেশন ব্যবস্থায় উন্নয়নই এর মূল ভূমিকা পালন করেছে। ডায়রিয়ার টিকাও ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও মনে করেন গবেষকরা।

যদিও এখনও বিশ্বজুড়ে শিশু মৃত্যুর চতুর্থ বৃহত্তম কারণ ডায়রিয়া। এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে পাঁচ বছরের কম বয়সী প্রায় পাঁচ লাখ শিশুর মৃত্যু হয়।

ডায়রিয়ার কারণে দুর্বল হয়ে পড়া শিশুদের নিউমোনিয়া ও হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে।

‘নিউ গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডি’ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের ওই গবেষকরা জনান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নাইজেরিয়া ও ভারতে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়। বিশ্বে ডায়রিয়ার কারণে মোট শিশু মৃত্যুর ৪২ শতাংশই এই দুই দেশে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত