দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূ-কম্পন অনুভূত

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১০:৩০

সাহস ডেস্ক

দেশের উত্তরাঞ্চলের কয়েক জেলা মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৭টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তি স্থল ছিল ঢাকা ভূমিকম্প সেন্টার থেকে নর্থ ২৭২ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তের কুড়িগ্রামের শেষ প্রান্তে।

রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া কার্যালয়ের ওয়ারলেস সুপারভাইজার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এর উৎপত্তিস্থল চিহ্নিত করা হয়েছে আগারগাঁও ভূকম্পন কেন্দ্র থেকে ২৭২ কিলোমিটার উত্তরে ভারত-বাংলাদেশ সীমান্তে। সকাল ৭টা ১৪ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।

এজন্য রাজশাহী, রংপুর, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে এর মাত্রা এবং স্থায়ীত্ব ছিল কম। 

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানিয়েছেন ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। এরপরও বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি রাজশাহীতে মৃদু ভূ-কম্পন অনূভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত