পাবনায় দুর্যোগ মোকাবিলায় ২ লাখ তালবীজ রোপন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৫

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বজ্রপাত থেকে মানুষকে রক্ষার্থে বিভিন্ন সড়কের পাশ দিয়ে একদিনে দুই লাখ তালবীজ রোপন করা হয়েছে।

পাবনার কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার ও সাঁথিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ২০ সেপ্টেম্বর (বুধবার) সকালে পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালো ইছামতি নদীর পাড়ে তালবীজ রোপন করে এর উদ্বোধনের করেন।

আয়োজকরা জানান, তালবীজ রোপনে সাঁথিয়া উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ হাজার ৫৭০ ছাত্র-ছাত্রী এবং ৭১টি মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার ৩১ হাজার ৭৩২ জন ছাত্র-ছাত্রী উপজেলার বিভিন্ন রাস্তার পাশে ও প্রতিষ্ঠানে তালবীজ রোপন কর্মসূচিতে অংশ নেয়। 

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়াম্যান মোখলেছুর রহমান, সহকারি পুলিশ সুপার (সাঁথিয়া) আশিষ বিন হাছান, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের শাখা পরিচালক অধ্যক্ষ আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য শামসন্নাহার মুক্তা, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত