ঝালকাঠিতে তালবীজ ও খেজুর চারা রোপন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০০

রাজাপুর প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের মনোগরপুর গ্রামে তালবীজ ও খেজুর চারা রোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শেখ আবু বকর সিদ্দিক। 

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রজাপুরের ইউএনও আফরোজা বেগম পারুল ও জেলা কৃষি প্রশিক্ষক কর্মকর্তা শ্যামল কুমার দাস। 

উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- রাজাপুর সাংবাদিক ক্লাব সভাপতি রহিম রেজা, তিলক কুমার ঘোষ, রাজিব হোসেন, মেহেদি খান, মনিরা আক্তার, রোজিনা, মনিরা ইয়াসমিন ও ইলিয়াজসহ শতাধিক কৃষক-কৃষাণী।

কর্মসূচি অনুযায়ী এলাকায় ৫ শতাধিক তালবীজ ও শতাধিক খেজুর চারা রোপন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত