চৌহালীর চরাঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মেলা

প্রকাশ : ১৩ মার্চ ২০১৭, ২০:১৫

সোহাগ লুৎফুল কবির

যমুনার চরাঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা নিয়ে বসবাস করে ভাগ্যের পরিবর্তন করা যায় এমনি দিক নির্দেশনামূলক ব্যতিক্রমী মেলা সিরাজগঞ্জের চৌহালীতে অনুষ্ঠিত হয়েছে।

যমুনা নদী দ্বারা সিরাজগঞ্জ জেলা থেকে বিভক্ত ও নদী ভাঙ্গন কবলিত চরাঞ্চল চৌহালীতে দুর্যোগ প্রস্তুতি জলবায়ু সহনশীল কৃষিজ উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য পুষ্টি ও জীবন-যাত্রার মান উন্নয়নের লক্ষে আদর্শ গ্রাম ব্যবস্থাপনায় খাদ্য, পুষ্টি ও কৃষি এই মেলা অনুষ্ঠিত হয়।

জার্মানী দাতা সংস্থা বিএমজেট ও ওয়েল্টহুঙ্গারহিলফি এর অর্থায়ন মানবমুক্তি সংস্থা কর্তৃক বাস্তবায়িত
প্রোমোটিং ক্লাইমেট স্মার্ট ফিলেজ প্রকল্পের ব্যবস্থাপনায় সোমবার বেতিল চরে দিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলায় মোট ১৬টি স্টল অংশগ্রহণ করে।

বাড়ির আঙ্গিনায় উৎপাদিত কৃষিজাত খাদ্য সামগ্রী, শিশুর পুষ্টি খাবার, স্বাস্থ্য ব্যবস্থা এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করে আধুনিক গ্রাম প্রতিষ্ঠার নকশার এসব স্টল গুলো উপস্থিত চরাঞ্চলের শত-শত বিভিন্ন বয়সী নারী-পুরুষের দৃষ্টি কারে। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাও এতে অংশ নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত