ভারতে আগ্নেয়গিরিতে উদগিরণ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২২

সাহস ডেস্ক

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ভারতের একমাত্র আগ্নেয়গিরিটি ছাই ও লাভা উদগিরণ শুরু হয়েছে। টানা ১৫০ বছর পর দেশটির একমাত্র আগ্নেয়গিরিতে এই উদগিরণ শুরু হয়। 

গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসেনোগ্রাফির কর্মকর্তারা (এনআইও) ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন। 

এনআইও বলছে, দেশটির পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর পূর্বে এই আগ্নেয়গিরির অবস্থান। ১৫০ বছর পর ১৯৯১ সাল থেকে তার মধ্যে আবার প্রাণের স্পন্দন শুরু হয়। 

২৩ জানুয়ারি বিজ্ঞানীদের একটি দল রিসার্চ শিপ আর ভি সিন্ধু সংকল্প থেকে আন্দামান অববাহিকায় সমুদ্রের বিভিন্ন নমুনা সংগ্রহ করছিল। এ সময় বিজ্ঞানীরা পাশের আগ্নেয়গিরিতে ছাই উদগিরণ দেখতে পান। তখন আগ্নেয়গিরি থেকে মাইলখানেক সরে যান তারা, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুরু করেন। 

এনআইও কর্মকর্তারা বলছেন, ৫ থেকে ১০ মিনিট পর পর অল্প পরিমাণে লাভা ও ছাই উদগিরণ হচ্ছে। দিনে ছাই বেরিয়ে এলেও সন্ধ্যার পর শুরু হয় লাল টকটকে লাভা। গলিত লাভা বেয়ে নামছে আগ্নেয়গিরির শরীর বেয়ে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত