দোষ স্বীকার করেছেন কণ্ঠশিল্পী আসিফ

প্রকাশ : ০৬ জুন ২০১৮, ১২:১৮

সাহস ডেস্ক

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী আসিফ আকবরকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। 

মঙ্গলবার রাতে (৫ জুন) গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় সংগীতশিল্পী আসিফকে গ্রেপ্তার করা হয়।

মামলায় তার বিরুদ্ধে অভিযোগ -অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রির কথা স্বীকার করেছেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম জানান, তাকে (আসিফ আকবর) রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে  তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত