অস্কারে সেরা অ্যানিমেটেড ছবি ‘কোকো’

প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ১৬:২৪

সাহস ডেস্ক

এবার অস্কারের সেরা অ্যানিমেটেড ছবি ‘কোকো’ই। ওয়াল্ট ডিজনি পিকচার্স ও পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ছবিটি পরিচালনা করেছেন লি আঙ্করিচ।

এই ছবির গল্পে দেখা যায়, সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন বুকে ধারণ করে মিগুয়েল। কিন্তু তার পরিবার থেকেই গান-বাজনার ওপর নিষেধাজ্ঞা আছে। একদিন নিজের পরিবারের এক প্রবীণ গায়ককে খুঁজতে মৃত্যু উপত্যকায় চলে যায় সে।

অ্যামি অ্যাওয়ার্ডসের ৪৫তম আসরে সেরা ছবিসহ সর্বাধিক পুরস্কার জিতে অস্কারজয়ের দৌড়ে এগিয়ে ছিলো 'কোকো'। এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ও প্রডিউচার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেটেড ছবির সম্মান পেয়েছে ‘কোকো’।

সেরা মৌলিক গান বিভাগেও পুরস্কার জিতেছে ‘কোকো’। এর শিরোনাম ‘রিমেম্বার মি’। এটি গেয়েছেন মিগুয়েল ও নাটালি লাফোরকেড। গানটি তৈরি করেছেন ক্রিস্টেন অ্যান্ডারসন-লোপেজ ও রবার্ট লোপেজ।

এছাড়া অ্যানিমেটেড ছবির বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘দ্য বস বেবি’, ‘দ্য ব্রেডউইনার’, ‘ফার্ডিন্যান্ড’ ও ‘লাভিং ভিনসেন্ট’।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত