নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে নির্মিত হলো ‘জল ও পানি’

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৭, ১৩:০৬

‘জলের উপর পানি না পানির উপর জল? বল খোদা বল খোদা বল’— লালন ফকিরের বিখ্যাত গান। গানটির বিষয়বস্তুকে ঘিরে কবি জন্ম দিলেন কবিতা। মাসুদ পথিকের তেমনই এক কবিতা থেকে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’।

চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন রাইসুল তমাল। পরিচালনায় সোহেল রানা বয়াতি। এতে অভিনয় করেছেন বাপ্পী রাজ ও নুসরাত জেরি, বদরুদ্দোজ্জা, নিলুফার ওয়াহিদ, আ মা ম হাসানুজ্জামান ও মাস্টার আপন।

সম্প্রতি বরিশালের গ্রামাঞ্চলে সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে সম্পন্ন হয়েছে চলচ্চিত্রের চিত্রগ্রহণ। খুব শিঘ্রই দর্শকরা উপভোগ করতে পারবেন ‘জল ও পানি’।

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, কবিতার মতো সহজ-সরল ও কাব্যিকভাবে চলচ্চিত্রটিকে উপস্থাপন করতে চেয়েছি। এতে সাম্প্রদায়িক মনঃস্তত্ত্বের গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন আদনান রুশদি ও নাদিয়া ডোরা। ‘জল ও পানি’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সফলভাবে অংশগ্রহণ করে সুনাম অর্জন করবে- এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত