স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৮:০৬

সাহস ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার (২৫ মে) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হবার পর ভারতের সার্বিক সহযোগিতায় ৫০ কিলোওয়াটের একটি ট্রান্সমিটার ও অনুষ্ঠান তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ১১ জ্যৈষ্ঠ সকাল ৭টায় প্রথম এবং পূর্ণাঙ্গ অধিবেশন প্রচারের মাধ্যমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৩য় পর্যায়ের প্রচার কার্যক্রম শুরু হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম যুদ্ধশক্তি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পরেও ২ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত প্রচার কার্যক্রম অব্যাহত রাখে। দিবসটি উপলক্ষে গেন্ডারিয়া কিশোলয় কচি কাঁচার মেলা বিকাল ৫ টায় এক মিলন মেলার আয়োজন করেছে।

এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, মুক্তিযোদ্ধাসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত