অন্তঃসত্ত্বা হওয়া মানেই কাজে বিরতি, এই ধারণা ভেঙে দিয়েছেন যাঁরা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৭, ১৩:৫৭

সাহস ডেস্ক

বলিউড এবং হলিউডে একাধিক অভিনেত্রী রয়েছেন, যাঁদের অভিধানে ‘মেটারনিটি লিভ’ শব্দটা নেই বললেই চলে। চুটিয়ে কাজ করে যান অন্তঃসত্ত্বা অবস্থাতেই। করিনা কাপুর খান যেমন। প্রেগন্যান্সি নিয়েই শ্যুটিং করেছেন ‘বীরে দি ওয়েডিং’ ছবির জন্য। সাফ বলেছিলেন, ‘আমি প্রেগন্যান্ট, মৃতদেহ নই। আর মেটারনিটি ব্রেক কাকে বলে? সন্তানের জন্ম দেওয়া তো পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ব্যাপার!’ এর আগেও এই নীতি মেনে চলেছেন অনেকেই।

কাজল
‘উই আর ফ্যামিলি’ ছবিটা করার সময় প্রেগন্যান্ট ছিলেন কাজল। ছেলে যুগ জন্মায় তার পরেই। কাজে কোনও অসুবিধে হয়নি তাতে, জানিয়েছিলেন নিজেই। ‘কাজ করতে ভাল লাগছে। ঠিকমতো কাজ যে করতে পারছি, সেটাও বেশ আনন্দ দিচ্ছে। প্রথমবার (মেয়ে নাইসার জন্মের সময়) বেশ নার্ভাস ছিলাম। এবার দিব্যি স্বচ্ছন্দে রয়েছি কারণ কী হতে চলেছে সে ব্যাপারে একটা ধারণা হয়ে গিয়েছে,’ সে সময় বলেছিলেন অভিনেত্রী। তবে প্রেগন্যান্সি নিয়ে ‘দিল খোলকে লেট্‌স রক’ গানের সঙ্গে নাচতে একটু দ্বিধা করেছিলেন বইকী! ছবির প্রযোজক করণ জোহরকে সে কথা বলেওছিলেন। করণ তখন নাচের স্টেপগুলো পাল্টে দেন। শেষমেশ অভিজ্ঞতাটা মজাদারই লেগেছিল নায়িকার! 

জুহি চাওলা
দু’বার মা হয়েছেন জুহি। দু’বারই অন্তঃসত্ত্বা থাকাকালীন অভিনয় চালিয়ে গিয়েছেন। প্রথম সন্তান জাহ্নবীর জন্মের আগে দু’টি ছবির শ্যুটিং করেছিলেন। ‘এক রিশ্‌তা: দ্য বন্ড অফ লাভ’ এবং ‘আমদানি অঠন্নি খরচা রুপইয়া’। দু’টোরই কাজ শেষ করেছিলেন। শো করেছিলেন একাধিক। ‘সে সময় কেউ কিচ্ছু বোঝেনি,’ বলেছিলেন পরে। দ্বিতীয়বার প্রেগন্যান্ট থাকাকালীনও অভিনয় করেছিলেন জুহি। ‘ঝঙ্কার বিট্‌স’ ছবিতে সঞ্জয় সুরির বিপরীতে তাঁর চরিত্রটাও অন্তঃসত্ত্বা নারীরই ছিল।

শ্রীদেবী
বনি কাপুরের বাবা সুরিন্দর কাপুর প্রযোজিত ‘জুদাই’ ছবিতে শ্রীদেবী অভিনয় করছেন সে সময়। বিপরীতে সুরিন্দরের আরেক ছেলে অনিল কাপুর। ঊর্মিলা মাতন্ডকরও অভিনয় করেছিলেন। ছবির শ্যুটিং চলাকালীনই শ্রীদেবী সকলকে জানান, তিনি অন্তঃসত্ত্বা। শ্যুটিংয়ে তা বলে ভাটা পড়েনি। তাঁর সব দৃশ্য শ্যুট হয়ে যাওয়ার পরেই বিরতি নেন শ্রীদেবী। বহুদিন নিজেকে ছবির জগৎ থেকে সরিয়ে রেখেছিলেন। ছোট পরদায় ইতিউতি তাঁকে দেখা গিয়েছে যদিও। শ্রীদেবীর কাঁপিয়ে দেওয়া কামব্যাক হয়েছিল পরিচালক গৌরী শিন্দের হাত ধরে, ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে।

স্কারলেট জোহানসন
অন্তঃসত্ত্বা অবস্থায় ‘অ্যাভেঞ্জার্স: এজ অফ আলট্রন’এর শ্যুটিং করেছিলেন স্কারলেট। পরে সহ-অভিনেতা ক্রিস ইভান্স জানিয়েছিলেন, প্রেগন্যান্ট অবস্থায় সর্বক্ষণ এত খুশি থাকতে তিনি আর কোনও নারীকে দেখেননি! স্কারলেটকে প্রচণ্ড সাহায্য করেছিল ছবির গোটা টিম। বডি ডাব্‌লের পাশাপাশি স্কারলেট নিজেও অনেক স্টান্ট করেছিলেন। পরে জানিয়েছিলেন, তিনি নিজেকে লাকি মনে করেন খুব। কারণ নিজের কাজের প্রতি ভালবাসা রয়েছে তাঁর। রোজ কাজে যেতে তাই একটুও বিরক্ত লাগত না।

পেনেলোপে ক্রুজ
প্রেগন্যান্ট পেনেলোপে ক্রুজ শ্যুটিং করেছিলেন ‘পাইরেট্‌স অফ দি ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইড্‌স’এর। পরে সে বিষয়ে বলেছিলেন, ‘আই ওয়াজ প্রেগন্যান্ট অ্যান্ড আ পাইরেট। দুর্দান্ত অভিজ্ঞতা!’ প্রতি পদক্ষেপে পরিচালক রব মার্শালের সাহায্য পেয়েছিলেন পেনেলোপে। শ্যুটিংয়ে অন্যান্য অ্যাকশন সিনের পাশাপাশি সোর্ড ফাইটিং সিকোয়েন্সও করতে হয়েছিল তাঁকে। কিছু দৃশ্যে বডি ডাব্‌লের কাজ করতে দেখা গিয়েছিল পেনেলোপের বোন মনিকাকে। এত ভাল টিম হলে কাজ তো হয়ে যাবেই!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত