ভোলাহাটে কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২৬ জুলাই ২০১৬, ১৮:১৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মোহবুল্লাহ মহাবিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। 

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে ভোলাহাট কলেজ মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে কলেজের সহস্রারাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে অনেক কলেজ জাতীয়করণ করা হলেও বহু পুরাতন উপজেলার সর্ববৃহৎ ও প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়নি। পরে তারা দাবি বান্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিকের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় তারা ঐতিহ্যবাহী ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়টি চলতি বছরই জাতীয়করণের জোর দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম, শিক্ষক এনামুল হক, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে সোহেল আহম্মেদ, সিফাত আহমেদ, ইনসাফ আলী, আফরোজা খাতুন প্রমুখ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত