ফেনীতে পাসের হার সবচেয়ে কম

প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১৪:৪৭

সাহস ডেস্ক

এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলার মধ্যে ফেনীতে পাসের হার সবচেয়ে কম। বোর্ডে এবার পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ হলেও ফেনী জেলায় পাসের ৫০.৮২ শতাংশ।

সূত্রমতে, পাসের দিক দিয়ে ছয় জেলার মধ্যে কুমিল্লা শীর্ষে রয়েছে। যথাক্রমে কুমিল্লা ৭৩.৫৮ শতাংশ, চাদঁপুর ৬৯.৮০ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়া ৬১.৮০ শতাংশ, নোয়াখালী ৬০.৪০ শতাংশ, লক্ষ্মীপুর ৫৯.৪৯ শতাংশ ও ফেনী ৫০.৮২ শতাংশ।

জেলা প্রশাসনের সূত্রমতে, জেলার ৪০টি কলেজ থেকে এ বছর ১০ হাজার ৬২৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫ হাজার ৪০১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। এর আগে জেলায় ২০১৬ সালে পাসের হার ছিল ৬২.৫২% ও জিপিএ-৫ পেয়েছিল ১৪০ জন। ২০১৭ সালে জেলায় পাসের হার ছিল ৪৪.৫০% এবং জিপিএ-৫ পেয়েছিল ৮৬ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত