পাসের হারে সবচেয়ে এগিয়ে বরিশাল, পিছিয়ে দিনাজপুর

প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৭:৫৪

সাহস ডেস্ক

আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হারে সবচেয়ে এগিয়ে আছে বরিশাল শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। অন্যদিকে পিছিয়ে আছে দিনাজপুর শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ।

আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলাফলে অনুলিপি তুলে দেওয়া হয়।

সারাদেশে পাসের গড় হার  ৬৬ দশমিক ৬৪ শতাংশ।

ঢাকা বোর্ডে এবার পাসের হার ৬৬ দশমিক ১৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৯৩৮ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৫১ শতাংশ।  জিপিএ ৫ পেয়েছে চার হাজার ১৩৮ হাজার জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯৪৪ জন। যশোর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৮৯ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৬১৩ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৮৭৩ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ২৯৭ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত