চবি শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রকাশ : ১৮ মে ২০১৮, ১২:২৫

সাহস ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক সহকারী প্রক্টর ও সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি দায়ের করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান তানভীর।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট একেএম আজহারুল হক। মামলায় দণ্ডবিধির ১২৩ক, ১২৪ক, ১৭৭, ৫০০, ৫০১, ৫০২ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী একটি প্রবন্ধে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মুক্তিযুদ্ধকে দাঙ্গা, আওয়ামী লীগকে সাম্প্রদায়িক দল ও দলীয় প্রধান শেখ  হাসিনাকে ধর্মের লেবাসধারী উল্লেখ করায় মামলাটি করা হয়েছে। আদালত আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের আদেশ দিয়েছেন।

আসাদুজ্জামান তানভীর বলেন, অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী একটি প্রবন্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে দাঙ্গা বলে উল্লেখ করেছেন কিন্তু এর সপক্ষে তিনি কোনো ধরনের প্রমাণ কিংবা রেফারেন্স উল্লেখ করেননি।

সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, যে অভিযোগে মামলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার নিবন্ধে কোথাও মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করা হয়নি। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির কথা উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ  ভিত্তিহীন। মামলা দায়েরকারী কারও দ্বারা প্ররোচিত হয়েই এমন কাজ করেছেন। আমার নিবন্ধে রামুর ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের বক্তব্য তুলে ধরে বাস্তবতার বিবরণ দেওয়া হয়েছিল।

সাহস২৪.কম/রনি/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত