কুবিতে ৪৪ দিনের ছুটি শুরু হচ্ছে ১৮ মে

প্রকাশ | ১৭ মে ২০১৮, ১৪:৩২

অনলাইন ডেস্ক

গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪৪ দিনের একাডেমিক ছুটি শুরু হচ্ছে ১৮ মে। 

১৮ মে থেকে ৩০ জুন পর্যন্ত ছুটি থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে জানা গেছে। 

জানা যায়, ছুটি গণনা ১৮ মে থেকে শুরু হলেও ১৮ ও ১৯ মে শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে প্রকৃত পক্ষে ২০ মে থেকে এ ছুটি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি শুরু হলেও গ্রীষ্মকালীন অবকাশে প্রশাসনিক ছুটি চলবে ২০ মে থেকে ২৬ মে পর্যন্ত। পুনরায় ২৭ মে থেকে ৭ জুন পর্যন্ত প্রসাসনিক কার্যক্রম চলবে। এরপর পবিত্র শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আবারও ৮ জুন থেকে ২৩ জুন পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। 

২৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও একাডেমিক কার্যক্রম শুরু হবে ১ জুলাই।

সাহস২৪.কম/মশিউর