জবির শিক্ষককে স্বপদে বহালে ধর্মঘট চলছে

প্রকাশ : ০৩ মে ২০১৮, ১১:২৬

সাহস ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার ( ৩ মে) সকাল সাড়ে টা থেকে ক্যাম্পাসের প্রধান ফটক, সদরঘাটগামী দ্বিতীয় ফটক, পোগোজ স্কুল সংলগ্ন ফটক, পাটুয়াটুলি ফটক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নিয়ে নাসির আহমেদকে স্বপদে বহালের দাবি জানিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

এদিকে ফটক বন্ধ করে দেয়ায় বাহিরে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারায় কার্যত স্থবির হয়ে পড়েছে ক্যাম্পাসের কার্যক্রম। 

ফটক বন্ধ করে দেয়ায় বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি অন্যান্য বিভাগগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এদিকে নাসির আহমেদকে স্বপদে বহালে ১০ দিনের আল্টিমেটাম ও লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

আজ সকাল ১০টায় জবি ছাত্রকল্যাণের পরিচালক আব্দুল্লাহ বাকি এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ভিসির বেলা ১১টায় আলোচনার আমন্ত্রণ জানিয়ে ফটক খুলে দেয়ার আহ্বান জানান। আহ্বান প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা নাসির আহমেদের স্বপদে বহাল পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত