কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৮, ১৮:০৭

রাবি প্রতিনিধি

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রবিবার বিকেল ৪টা থেকে শ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সেখানে অনড় ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ থাকে।

মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’, ‘পিতা তুমি ফিরে এসো, বৈষম্য দূর করো’সহ নানা স্লোগান দেন। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার অংশে যানযটের সৃষ্টি হয়।

এর আগে দুপুর ২টায় এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক গণপদযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে গ্রন্থাগারের পেছনে এসে এক সমাবেশে মিলিত হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত