ইবিতে চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু কর্নার’

প্রকাশ | ১৩ মার্চ ২০১৮, ১৫:৪৯

অনলাইন ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আগামী ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে চালু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু কর্নার’। 

আজ মঙ্গলবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে প্রাপ্ত প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্নারের উদ্বোধন করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ প্রমূখ।

ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করতে চাই। এটি চালু হলে গবেষকরা খুব সহজেই বঙ্গবন্ধুকে নিয়ে অধ্যয়ন করতে পারবে।

উল্লেখ্য, প্রথম পর্যায়েই কর্নারটিতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ১০০টিরও বেশি গ্রন্থ থাকবে।
সাহস২৪.কম/মশিউর