জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১৮:২৪

রাবি প্রতিনিধি

প্রখ্যাত লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রখ্যাত লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

এর আগে বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে ফোকলোর বিভাগ। এসময় একই স্থানে প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে ‘গণহত্যা ও আগ্রাসন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে সিরিয়ায় গণহত্যার প্রতিবাদ জানানো হয়। 

এছাড়াও লেখক অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, ইংরেজি বিভাগ, রাবি শাখা ছাত্রলীগ ও পরিবেশ বিষয়ক সংগঠন লিনার্ক। এ হামলায় নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবিসাস, প্রেসক্লাব, রাকসু আন্দোলন মঞ্চ, প্রগতিশীল ছাত্রজোট।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত