কোম্পানীগঞ্জে খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের পাঠদান

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ২১:৫৯

নুর উদ্দিন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে ও খোলা আকাশের নীচে পড়াশুনা করছে। একবছর আগে ভূমিকম্পে বিদ্যালয় ভবনটিতে ফাটল ধরে হেলে পড়ে। ভবনটি যে কোন সময় ধসে পড়ার আশংকা রয়েছে।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ উপজেলা প্রকৌশলীর মাধ্যমে পিইডিপি-২ ও পিইডিপি-৩ এর আওতায় সুরমা নদী ও পিয়াইন নদীর পাশে কোন ধরনের পাইলিং ছাড়াই নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ২০০৮ সালে এটির কাজ শুরু হয়। ২০১৫ সালে নির্মাণ কাজ শেষে পাঠদান শুরু হলে ২০১৭ সালে। মৃদু ভূমিকম্পে ৩ তলাবিশিষ্ট বিদ্যালয় ভবনের ১৩টি পিলারের ওপরের অংশে ফাটল দেখা দেয় এবং ভবনটি পশ্চিম দিকে হেলে পড়ে।

ভূমিকম্পের এক সপ্তাহ পর সহকারি উপজেলা শিক্ষা অফিসার ভবনটিকে ঝূঁকিপূর্ণ ঘোষণা করেন। এ বিদ্যালয়ে ৩শ’ ৯২ জন
শিক্ষার্থী, ৬ জন শিক্ষক, ১ জন নৈশ প্রহরি রয়েছেন।

প্রধান শিক্ষক লোকমান হেকিম জানান, শিক্ষার্থীদের নিয়ে ঝূঁকিপূর্ণ ভবনে খুব আতংকের মধ্যে পাঠদান দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লেইছ জানান, উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় একাধিক বৈঠকে ভবনটি নিয়ে আলোচনা করা হয়েছে। তবে আপাতত টিন শেডের একটি স্থাপনা নির্মাণ করার প্রক্রিয়া চলছে।

সাহস২৪কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত