দুর্বৃত্তদের আগুনে পুড়ল রাবির আম বাগান

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:৪৫

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি প্রকল্পের আওতাধীন প্রায় ১০ বিঘা আম বাগান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুরের দিকে বাগানটিতে আগুন দেওয়া হয় বলে ধারণা করছেন কৃষি প্রকল্পের ভারপ্রাপ্ত পরিচালক এমরান আলী।

তিনি বলেন, রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫ বিঘা আয়তনের একটি আম বাগান। সেখানে মাঝারি আকারের প্রায় পাঁচ থেকে ছয় শতাধিক আম গাছ রয়েছে। বুধবার দুপুরে কে বা কারা ওই বাগানে আগুন ধরিয়ে দেয়। পুরো বাগানে আগুন ছড়িয়ে পড়ে। পরে জানতে পেরে স্থানীয় দমকল বাহিনীকে খবর দেওয়া হলে বিকেলের দিকে তারা আগুন নিয়ন্ত্রণ আনে।

ওই বাগানের প্রায় ১০ বিঘা পুড়ে গেছে। দুই শতাধিক গাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাছগুলোর পাতাও পুড়ে গেছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তবে কে বা কারা আমবাগান পুড়িয়ে দিয়েছে সে বিষয়ে জানা যায়নি। এরই মধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত