লক্ষ্মীপুরে বদিউজ্জামান শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৭, ১৬:৪৭

লক্ষ্মীপুর শহরের মজুপুর হাজী আমজাদ আলী পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে মোঃ বদিউজ্জামান শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। জেলা প্রশাসক হোমায়রা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ পরীক্ষা দেখতে যান। এসময় হাজী আমজাদ আলী পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মজিব উল্যাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে জেলার ৫টি উপজেলা থেকে ২৮টি প্রতিষ্ঠানের ২৯৫ জন শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে জেলার ২৭টি প্রতিষ্ঠানের ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অংশ গ্রহণকারীদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে ৩০ জন ও প্রাথমিক পর্যায়ে ৩০ জন নির্বাচিত করা হবে। তাদের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট, সনদপত্রসহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হবে।

এবারে এই প্রথম জেলা পর্যায়ে সকল প্রাথমিক ও মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ রাখা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

উল্লেখ্য, মোঃ বদিউজ্জামান বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন।

সাহস২৪/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত