জাবির হলে ছাত্রের ঝুলন্ত লাশ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৭, ১১:২৪

সাহস ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের কক্ষে ‘আত্মহত্যা’ করেছেন এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে দশটার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

ওই ছাত্রের নাম মো. আদনান। তিনি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪১ তম ব্যাচের ছাত্র। মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র ছিলেন আদনান। তার বাড়ি মানিকগঞ্জে।

পাশের ৪৪৫ নম্বর কক্ষের বাসিন্দা ও ফার্মেসি বিভাগের ছাত্র মো. আব্বাস গণি  বলেন, ১০টার দিকে রুমের সামনে কয়েকজনের চিল্লাচিল্লির আওয়াজ শুনে বের হই। এরপর তার রুমের জানালা দিয়ে তাকিয়ে দেখি, ফ্যানের সাথে ঝুলছে আদনান। তখন দরজা ভেঙে ভেতরে ঢুকি আমরা।

প্রক্টর বলেন, আমি শুনেছি, সে আত্মহত্যা করেছে। কী কারণে সে আত্মহত্যা করেছে, তাও জানতে পারিনি।
লাশ হাসপাতাল থেকে এনে বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে। তার কক্ষটি তালাবদ্ধ রেখে পুলিশকে খবর দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি মো. সালাহ উদ্দিন রাজিব  বলেন, সে বিভাগের নিয়মিত ছাত্র ছিল। কোনো সমস্যায় ছিল কি না, তা জানি না।
সাহস২৪.কম/ আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত