ডিমলায় কন্যাশিশু নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৯:১৫

ডিমলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগীতায় মনির উদ্দিন ভাষানী শিশু একাডেমি কেজী স্কুল মাঠে কন্যাশিশুদের জন্য নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইনে শ্রেষ্ট শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয়, শেষ্ট ইয়ুদ ইউনিট, শ্রেষ্ঠ অভিভাবক, শ্রেষ্ট শিক্ষার্থী ও শ্রেষ্ঠ পরিচালনা পর্ষদকে নির্বাচিত করে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।

জানা যায়, উক্ত ইউনিয়নের ৪টি শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ে নির্দিষ্ট ফরমে যাচাই-বাচাই চালিয়ে এবং বিভিন্ন দিক বিবেচনা করে উক্ত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি করে শ্রেষ্ট নির্বাচন করে এই ক্রেষ্ট তুলে দেওয়া হয়েছে নির্বাচিত শ্রেষ্ঠদের হাতে।

উল্লেখ্য, ডিমলা উপজেলার খালিশা চাঁপানী ইউনিয়েনর ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে কন্যাশিশু নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইনে একই ভাবে শ্রেষ্ট নির্বাচন করে ক্রেষ্ট তুলে দেওয়া হবে ১৫ জানুয়ারি ডালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত