চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

প্রকাশ : ২৬ জুলাই ২০১৬, ১২:৪৩

সাহস ডেস্ক

চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১টার একটু পর বাংলাদশ ব্যাংক গভর্নর ফজলে কবির এই মুদ্রানীতি ঘোষণা করেন। নতুন এই মুদ্রানীতিতে প্রবৃদ্ধির প্রাক্কলন ধরা হয়েছে ৭.২ শতাংশ।
 
এতে সরকারি খাতে ঋণ ১৫ দশমিক ৯ শতাংশ, বেসরকারি খাতে ১৬ দশমিক ৫ শতাংশ, মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ ও প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে।
 
বিনিয়োগ উৎসাহিত করতে চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতিতে বাড়বে বেসরকারি খাতের ঋণ প্রবাহের পরিমাণ। আর নতুন এই মুদ্রানীতিতে উচ্চতর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন আর সহনীয় মূল্যস্ফীতির ধরে রাখার বিষয়টিও প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 
সর্বশেষ মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের পরিমাণ নির্ধারণ করা ছিল ১৪ দশমিক ৮ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত