চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৫%, পূর্বাভাস এডিবির

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫১

সাহস ডেস্ক

চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ। ভোগ্যপণ্যের অধিক ব্যবহার এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হবে। তবে গত অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭.৮৬ শতাংশ।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আউটলুক ২০১৮ এর আপডেট প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর রপ্তানির অবস্থা স্থিতিশীল থাকবে, তবে আমদানির গতি ধীর হবে। এছাড়া, শিল্পখাতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বাড়বে এবং স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত