নড়াইলে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ১৬:৩৬

সাহস ডেস্ক

লিড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে নড়াইল জেলার লিড ব্যাংক হিসাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল ২০১৮ শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা, জীবনের শুরুতেই সঞ্চয়ের স্পৃহা ও অভ্যাস তৈরী করে সঞ্চয়ের সুফল সম্পর্কে একটি সুন্দর দর্শন নিয়ে বেড়ে উঠায়ই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আজিজুর রহমান, ও সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার উপমহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন খান, নড়াইল জেলার জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক এবং নড়াইল উপজেলার লোহাগড়ার উপজেলা নির্বাহী অফিসার মুনিরা পারভীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক কাজী মাসুম পারভেজ, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক গোলাম মহিউদ্দীন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান মোঃ আব্দুর রশিদ, পাবলিক এফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান শাহাজাদা বসুনিয়া, নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ জাহিদুল আলম কিবরিয়াসহ নড়াইল জেলার সকল ব্যাংকের সকল শাখার প্রতিনিধিবৃন্দ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত