ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৭, ১৬:২৭

সাহস ডেস্ক

অভিজ্ঞতা ও মেধার মেলবন্ধনে সবার জন্যে সব সময় পাশে থাকার ব্রত নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

২৫ অক্টোবর (বুধবার) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।

সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি ব্যাংকের সম্মানিত গ্রাহক, বাংলাদেশ ব্যাংক, শেয়ার হোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মোঃ মোস্তফা খায়ের, সকল বিভাগীয় প্রধানগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বর্তমানে দেশব্যাপী এই ব্যাংকের ১৬৩টি শাখা, ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১২৮টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এছাড়াও ব্যাংক অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিং সহ অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত