ওয়েস্টার্ন মেরিনের ২ বছরের লভ্যাংশ ঘোষণা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৬

সাহস ডেস্ক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য দুই বছরের লভ্যাংশ ঘোষণা করেছে।

৩১ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন, ২০১৫ ও ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করে।

কোম্পানি সূত্র জানায়, ৩০ জুন, ২০১৫ সময়ের জন্য ১০ শতাংশ ও ৩০ জুন, ২০১৬ সময়ের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।

৩০ জুন ২০১৫ শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ৭ পয়সা।

আর ৩০ জুন,২০১৬ সময়ে ইপিএস হয়েছে ২ টাকা ৪৮ পয়সা। আর এনএভি হয়েছে ৩৯ টাকা ৫৫ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ১২ অক্টোবর। আর এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত