আজ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছে অর্থমন্ত্রী

প্রকাশ : ০২ জুন ২০১৭, ১৪:৪৭

সাহস ডেস্ক

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ শুক্রবার (২ জুন) বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার (২ জুন) বিকেল তিনটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

প্রসঙ্গত, ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ নাম দিয়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। যা চলতি অর্থবছরের মূল বাজেট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা থেকে ২৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা থেকে আগামী বাজেটের আকার বেশি প্রায় ৮৪ হাজার কোটি টাকা।

এটি হচ্ছে দেশের ৪৬তম, আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রীর একাদশ বাজেট। গতকাল বৃহস্পতিবার (১ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত