তৈরি পোশাক খাতের কর কমছে

প্রকাশ : ০১ জুন ২০১৭, ১৭:৩৮

সাহস ডেস্ক

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক শিল্প খাতের করপোরেট করের হার ৫ শতাংশ কমানো হয়েছে। বাজেটে এ খাতের কর হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন ) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 

মন্ত্রী বলেন, ‘দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে বর্তমানে আন্তর্জাতিক প্রতিকূল বাজার পরিস্থিতিতে এ খাত নানা চাপের মুখে আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের তৈরি পোষাক খাতের গুরুত্ব বিবেচনা করে এ খাতকে সবসময় নানাবিধ প্রণোদনা দেওয়া হয়।’

তিনি বলেন, তৈরি পোষাক উৎপাদন ও রপ্তানিতে নিয়োজিত করদাতাগণ বর্তমানে ০.৭০ শতাংশ হারে উৎসে কর এবং ২০ শতাংশ হারে আয়কর দিচ্ছেন। যা আগামি বছর আয়করের হার হ্রাস করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি। 

উল্লেখ্য ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এ খাতের কর হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত