নড়াইলে সুলতান স্মরণে দিনব্যাপী ‘সুলতান উৎসব’

প্রকাশ : ১১ মে ২০১৬, ১২:০৩

উজ্জ্বল রায়

আগামী ১৯ মে নড়াইলে অনুষ্ঠিত হবে দিনব্যাপী সুলতান উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের আর্ট ক্যাম্প, এস এম সুলাতের রেপ্রিকা প্রদর্শনী, শিশুদের নৌকা ভ্রমণ, স্থানীয় ও জাতীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, এক্রোবেটিক প্রদর্শনী ও শিল্প আড্ডা।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বিকেলে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, শিশু একাডেমি কর্মকর্তা ওয়ালিউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহব্বায়ক মলয় কুমার কুন্ডু, এস এম সুলতান শিশু চারু ও কারু কলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত