কবিতা

ঘুম

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৭, ২৩:২৮

আকবর হোসেন সুমন

ঘুম চুমু দেয়ালে পড়েছে আটকা
এখন, এলোমেলো দু:স্বপ্নেরা আড়ি পাতে
মশারীর ফাঁকে ফাঁকে
নিরাকার অন্ধকার এক গিলে খায়
খন্ডিত ভুলের তলানীও
আমি দেখি তোর নির্লিপ্ততার অংক,
মেলেনা, শুণ্য ফল অথবা বিয়োগ- 
কাঁচের বাক্সে রঙিন মাছেদের মুখে
আমার চিরসুখী শব্দেরা খেলে কী ভীষণ মুগ্ধতায়
আর গোপনে খামচে ধরে-
আমার নি:শ্বাসের টুটি, আমি অন্ধ হয়ে যাই, তোর আঙুলের সুতোর ফোঁড়ে,
কাটেনা রে- ঘোর যে শেকল এখন
বেহায়া হা হুতাশে সময় মূখোমুখি হাসে
আর পোড়ে চাঁদ, আহা নির্মল চাঁদ
ঝলসে যায় আগুনে, দেখিসনা তুই- 
পুড়ুক...

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত