হত্যা মামলার ৪ আসামির যাবজ্জীবর কারাদণ্ড

প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৬, ১৫:৪৮

সাহস ডেস্ক

বরগুনার ২০০৫ সালের আলোচিত মিজান হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- নুরুল ইসলাম (৪৫), সিদ্দিকুর রহমান, জাহানারা বেগম ও জাবেদ আলী। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় বরগুনার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মুহা আবু তাহের এ রায় ঘোষণা করেন। 

মামলা সূত্র জানায়, ২০০৫ সালে ৯ সেপ্টেম্বর রাতে আসামিরা মাছ ধরার কথা বলে মিজান নামে এক যুবককে ডেকে নিয়ে হত্যা করেন। পরে ওই ঘটনায় তার বোন মুন্নি বেগম বাদি হয়ে মামলা করেন। ২৪ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্য ও শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন কিসলু তালুকদার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত