কল্যাণপুরে সেই বাড়ির মালিকের খোঁজ নেই

প্রকাশ : ২৬ জুলাই ২০১৬, ১২:৫২

সাহস ডেস্ক

রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযান চালানো ওই বাড়িটির মালিকের নাম জানা গেছে। তার নাম আতাহার উদ্দিন আহমেদ। কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ৫৩/৩ তাজমঞ্জিল নামের ওই বাড়িতে পুলিশের অভিযানের পর বাড়িওয়ালা কোথায় আছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ওই বাড়ির প্রথম তিন তলা পর্যন্ত ফ্যামিলি থাকে। পরের তিনতলায় মেস ভাড়া দিয়েছেন আতাহার উদ্দিন। ওই বাড়ির পঞ্চমতলার মেসে জঙ্গিরা আস্তানা গেড়ে বসেছিল। 

পুলিশের ধারণা, গত মাসে কিংবা চলতি মাসের শুরুর দিকে জঙ্গিরা ওই বাসা ভাড়া নিয়েছিল। 

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হাসান বলেন, ‘গুলশানের মতো ঘটনা ফের ঘটাতে জঙ্গিরা কল্যাণপুরে জড়ো হয়েছে, পুলিশের কাছে এমন তথ্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ, র‌্যাব ও সোয়াত টিম এখানে (কল্যাণপুর) অভিযান চালায়। রাত সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। এ সময় দুই জঙ্গি বাড়ির নিচে নেমে এসে আল্লাহু আকবার বলে গুলি ছুড়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।’
 
মারুফ হাসান জানান, ওই বাড়িটি রাতভর ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভোর ৫টা ৫১ মিনিটে অভিযান শুরু হয়ে ৬টা ৫১ মিনিট পর্যন্ত চলে। ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের এই অভিযানে বিশেষায়িত টিম সোয়াত নেতৃত্ব দেয়। এ ঘটনায় বাড়ির ভেতরে থাকা ৯ জন জঙ্গি সদস্যের সবাই নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত